রাজবাড়ীর তিন পয়েন্টেই কমতে শুরু করেছে পদ্মার পানি

, দেশের খবর

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী | 2023-08-12 14:22:20

রাজবাড়ীর তিন পয়েন্ট পাংশার সেনগ্রাম, গোয়ালন্দের দৌলতদিয়া এবং সদরের মহেন্দ্রপুরে কমতে শুরু করেছে প্রবাহমান প্রমত্তা পদ্মা নদীর পানি। গত চব্বিশ ঘণ্টায় পানি কমেছে বেশ কয়েক সেন্টিমিটার। পানি কমার বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। 

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত চব্বিশ ঘণ্টায় পদ্মার পানি পাংশার সেনগ্রাম ও সদরের মহেন্দ্রপুর পয়েন্টে ০.৮ সেন্টিমিটার এবং গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ০.৯ সেন্টিমিটার পানি কমেছে।

তবে পানি কমলেও এখনো দৌলতদিয়া ও সেনগ্রাম পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২২ জুলাই) সকাল ৬ টার পরিমাপকৃত তথ্য অনুযায়ী পদ্মার পানি দৌলতদিয়া পয়েন্ট ০.৫৯ সেন্টিমিটার ও সেনগ্রাম পয়েন্টে ০.৫৬ সেন্টিমিটার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সদরের মহেন্দ্রপুর পয়েন্টে  ১.০৮ সেন্টিমিটার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে সর্বোচ্চ দৌলতদিয়া পয়েন্টে ৯.৮০, সেনগ্রামে ১১.৬১ ও সদরের মহেন্দ্রপুর পয়েন্টে ৯.৩৩ সেন্টিমিটার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিলো।

এ সম্পর্কিত আরও খবর