এক গাছ একটি প্রাণ: ডিসি ফরিদপুর

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,টোয়েন্টিফোর.কম | 2023-08-31 05:21:02

 

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার বলেছেন, একটি গাছ মানেই হচ্ছে একটি প্রাণ। গাছকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নেই। আগামীতে সুষ্ঠ সুন্দর পরিবেশে জীবন যাপন করতে হলে প্রচুর গাছ লাগাতে হবে। ভবিষ্যতে আমারদের প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করতে হলে গাছই হবে রক্ষা কবজ।

রোববার (২১ জুলাই) দুপুরে ফরিদপুরের স্বেচ্ছাসেবক সংগঠন তরুছায়ার কর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক অতুল সরকার এসব কথা বলেন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক তার অফিস চত্বরে তরুছায়ার পক্ষ থেকে দেওয়ার একটি বৃক্ষরোপণ করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন মনিরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, তুরুছায়ার সভাপতি খালিদ মাহমুদ সজিব, সাধারন সম্পাদক তানভীর সাকিব, এনামুল হাসানসহ তরুছায়া পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর