টাঙ্গাইলে বাল্যবিয়ে করতে এসে বরের কারাদণ্ড

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-21 22:03:07

টাঙ্গেইলের সখীপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে এসে বর‌ জাহাঙ্গীর আলমকে (২৬) যেতে হচ্ছে কারাগারে। কারণ, বাল্যবিয়ের অপরাধে বরকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উপজেলার গড়বাড়ি এলাকার করিম মন্ডলের ছেলে।

জানা যায়, উপজেলার গড়বাড়ি এলাকার করিম মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে চাটারপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে নবম শ্রেণীর ছাত্রীর (১৫) বাল্যবিয়ে চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে গিয়ে বর ও কনেকে আটক ক‌রে। পরে বর জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এ সময় বর ও কনের অভিভাবকসহ অন্যরা পালিয়ে যান।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে শনিবার (২০ জুলাই) টাঙ্গাইল কারাগারে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর