নাটোরে ব্রিজ ভেঙে ৩০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

নাটোর, দেশের খবর

ডিষ্ট্রিক করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-15 04:17:44

প্রবল পানির স্রোতে নাটোরের সিংড়া উপজেলায় বক্তারপুরে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে অন্তত ৩০ গ্রামের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে হঠাৎ করে পানির স্রোতে ভেঙে পড়ে ব্রিজটি। এতে করে বক্তারপুর, গোবিন্দনগর, বারইহাটি, ডাকমন্ডব, বামনহাটসহ অন্তত ৩০ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩০ গ্রামের 

 

এদিকে ব্রিজ ভেঙে দ্রুত পানি নামার কারণে আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসীরা।

বালি ও বাঁশ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে

 

সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মহাতো বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ব্রিজটি ভেঙে যাওয়ায় ৩/৮ গ্রামের মানুষের যোগাযোগে সমস্যা হচ্ছে। বালি ও বাঁশ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে।'

ব্রিজটি ১৯৮৫ সালে নির্মিত হয় 

 

চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ব্রিজটি এলজিইডির। ইতোমধ্যে তারা রাস্তাটি রক্ষায় কাজ শুরু করেছে।' 

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ভাঙা রাস্তা সংশ্লিষ্টদের নিয়ে রক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া মানুষদের চলাচল ও যোগযোগের জন্য বাঁশের সাঁকো তৈরির প্রস্তুতি নেয়া হয়েছে।' 

ব্রিজটি একদিকে হেলে পড়েছে

 

উপজেলার নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মহাতো বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ব্রিজটি ১৯৮৫ সালে নির্মিত। এ কারণে ব্রিজটি একদিকে হেলে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগ অচিরেই এই ব্রিজের জন্য দরপত্র আহ্বান করবে। বর্ষা শেষে নতুন করে ব্রিজটি নির্মাণ করা হবে। ব্রিজের একটি কোনার রাস্তা ভেঙে গেছে।' 

এ সম্পর্কিত আরও খবর