বিপদসীমার ২০ সে.মি. উপরে যমুনার আরিচা পয়েন্টের পানি

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-18 21:31:40

বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের পানি। এরই মধ্যে বিভিন্ন শাখা নদী নালা হয়ে যমুনার এই বাড়তি পানি প্রবেশ করেছে জেলার বিভিন্ন এলাকায়। যমুনায় পানি বাড়ার প্রভাবে পানি বাড়ছে পদ্মায়ও।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মানিগঞ্জের আরিচা কার্যালয়ের গ্রেজ রিডার আলমগীর হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, প্রায় মাসখানেক ধরেই পানি বাড়ছিল যমুনা নদীর আরিচা পয়েন্টে। তবে বর্তমানে পানি বাড়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সবশেষ শুক্রবার (১৯ জুলাই) ভোর ৬টা পর্যন্ত বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে।

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে মানিকগঞ্জের তিনটি উপজেলার বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। তবে ভাঙনের কবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার দৌলতপুর উপজেলা। এছাড়া যমুনায় পানি বৃদ্ধির ফলে পানি বাড়ছে পদ্মায়ও। এতে করে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ভোগান্তিতে রয়েছেন ফেরিঘাটে অপেক্ষারত যানবাহনের যাত্রী ও শ্রমিকরা।

মানিকগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবুল মিয়া বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, যমুনা নদীতে দ্রুতগতিতে বাড়ছে পানি। যার প্রভাব পড়ছে পদ্মা নদীতেও। পদ্মা যমুনার ভাঙনে মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার কয়েকশ পরিবার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আট মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। ভাঙন ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সতর্ক রয়েছ বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর