মাছ উৎপাদনে নড়াইল উদ্বৃত্ত জেলা

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল | 2023-08-23 03:24:32

নড়াইল মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা। এখানে চাহিদার চেয়ে বেশি মৎস্য উৎপাদন হয়ে থাকে। জেলাটিতে মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার ৪৫৪ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় ২৩ হাজার ২৫৫ মেট্রিক টন।

নড়াইলে উদ্বৃত্ত মাছের পরিমাণ ৬ হাজার ৮০১ মেট্রিক টন। চিংড়ির উৎপাদন ২ হাজার ৫৮৫ মেট্রিক টন। জেলায় মৎস্য চাষীর সংখ্যা ৭ হাজার ১২৯ জন এবং নিবন্ধিত জেলের সংখ্যা ৮ হাজার ৭১৭ জন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার (১৭ জুলাই) নড়াইলে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা ড. শেখ শফিকুর রহমান।

তিনি বলেন, সদর উপজেলার বাহিরগ্রামের মৃত অশোক সমাদ্দারের ছেলে অঞ্জন সমাদ্দার চিংড়ি মাছ উৎপাদনে সাফল্য অর্জন করায় এবছর সিলভার পদকে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করবেন।

সভায় বক্তব্য দেন সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপী, সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর