বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারি নিহত

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-11 19:05:21

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) ভোররাতে উপজেলার জাদিমোড়ার শিলকপাড়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের জব্বার আলীর ছেলে জাবেদ মিয়া (৩৪) ও চাঁদপুরের রেজোয়ান সওদাগরের ছেলে আসমাউল সওদাগর (৩৫)।

টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাদিমোড়া এলাকা দিয়ে একটি বড় চালান প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি। মাদক ব্যবসায়ীরা টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও মাদকসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর