নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর, কম,নারায়ণগঞ্জ | 2023-09-01 14:02:34

নারায়ণগঞ্জে মাদকসহ ১৪ মামলার আসামি বিপ্লব হোসেন (৩১) জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন৷

সোমবার (১৫ জুলাই) রাত আড়াইটার দিকে ফতুল্লার চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে৷ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি৷

নিহত বিপ্লব নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারী এলাকার সুলতান মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানান, তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বিপ্লবের বিরুদ্ধে শুধু ফতুল্লাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে। ডিবি তাকে গ্রেফতারের জন্য গেলে কয়েকজন সন্ত্রাসী গুলি ছোড়ে৷ ডিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) ওসমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল এবং দুই কনস্টেবল আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি৷

এ সম্পর্কিত আরও খবর