পদ্মা সেতুতে মাথা লাগার গুজব উড়িয়ে দিলেন স্থানীয়রা

মুন্সিগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন ও সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 11:01:27

মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে: স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে লাগবে লাখো মানুষের মাথা- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি গুজব চলছে বেশ কিছুদিন ধরে। একটি কুচক্রী মহলের এমন অপপ্রচারকে নেহাত ষড়যন্ত্র ও মিথ্যা কথা বলে উড়িয়ে দিলেন পদ্মা সেতুর দুই পাড়ের বাসিন্দারা।

তারা বলছেন, দিনরাত চলছে পদ্মাসেতুর নির্মাণ কাজ। দ্রুততার সঙ্গে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের এই সেতু। একটি কুচক্রীমহল পদ্মা সেতুর শুরু থেকেই নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। এখনো থেমে নেই তারা। পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজবটি তাদের নতুন আরেকটি ষড়যন্ত্র। এ ধরনের গুজবে কারো কান না দেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে কথা হয় মুন্সিগঞ্জের শিমুলিয়ার বাসিন্দা রানা শেখ, হেমায়েত ও জুয়েলের সঙ্গে। তারা এই প্রতিবেদকদের বলেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া একটি খবর। আমরা দিনরাত ২৪ ঘণ্টা পদ্মা সেতু নির্মাণ এলাকাতে থাকি। আমরা সেতুর এতো কাছে থেকেও কিছু দেখলাম না, জানলাম না, অথচ গুজব ছড়ানো ব্যক্তিরা দেখে ফেলল।’

শরীয়তপুরের জাজিরার বাসিন্দারা বলেন, ‘আমরা এখানকার মানুষ হয়ে জানলাম না। আর ওরা জেনে গেল পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে। যারা গুজব ছড়াচ্ছে, ওদের এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। সেতুতে মাথা লাগার বিষয়টি একেবারেই মিথ্যা।’

পদ্মা সেতু নির্মাণকাজে জড়িত একাধিক শ্রমিকরা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ কাজে আমরা সংশ্লিষ্ট থেকেও দেখতে পেলাম না যে মানুষের মাথা লাগছে। আর এক ধরনের বাটপাররা পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগার গুজব ছড়িয়ে দিল। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও শতভাগ ভুয়া একটি খবর।’

প্রসঙ্গত, স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। তবে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগার বিষয়টি সম্পূর্ণ গুজব। এটি শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানো ছাড়া আর কিছুই না।

এ সম্পর্কিত আরও খবর