৩ দিনেও ৩ বাংলাদেশিকে ফেরত দেয়নি মিয়ানমার বিজিপি

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ | 2023-08-31 06:05:48

ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশিকে তিন দিনেও ফেরত দেয়নি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

গত শুক্রবার (১২ জুলাই) কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যায় মিয়ানমার বিজিপি।

অপহৃত বাংলাদেশিরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াাইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রুবেল (২৪), উত্তরপাড়ার মৃত জালাল আহমদের ছেলে সিরাজ উল্লাহ (২৬) ও গিয়াস উদ্দিনের ছেলে মো. জুনায়েদ (১০)।

রোববার (১৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাফ নদী থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনে মিয়ানমার কর্তৃপক্ষকে সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করেছেন। তারা দাবি করেছে, সে-দেশের জল সীমানায় অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

তবে অপহৃতদের পরিবারের দাবি, করেছেন গত শুক্রবার নাফ নদীতে কেওড়া ফল আনতে গেলে তাদের ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, বিজিবি তাদের ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জুনায়েদের পিতা গিয়াস উদ্দিন বলেন, 'শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে বলে ঘর থেকে বের হয় জুনায়েদ। পরে স্থানীয়দের কাছে শুনেছি তিন বন্ধু মিলে নৌকায় নাফ নদীর কিনারায় কেওড়া বাগানে কেওড়া ফল আনতে যায়। এই সময় ঝড়ো বাতাসে কবলে পড়ে নৌকাটি নাফ নদীর মাঝামাঝি চলে যায়। এ সময় মিয়ানমার বিজিপি সদস্যরা ইঞ্জিন চালিত বোটযোগে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায়।'

এ সম্পর্কিত আরও খবর