ত্রাণ দেবার মতো যথেষ্ট মজুদ আছে: পানিসম্পদ সচিব

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-22 20:38:04

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ‘তিস্তাপাড়ের মানুষের ভয়ের কিছু নেই, ত্রাণ দেওয়ার মতো যথেষ্ট মজুদ আছে, তিস্তা পাড়ের মানুষ যেন ক্ষুধায় কষ্ট না পায় সে ব্যবস্থা আমরা করব এবং করে যাচ্ছি।’

রোববার (১৪ জুলাই) বিকালে লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সচিব এ কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘যেকোনো দুর্যোগে মিডিয়ার ভূমিকা প্রশংসনীয়। দ্রুত তথ্য পেতে আমাদেরকে মিডিয়া সাহায্য করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা মোকাবিলায় আমাদের সক্ষমতা রয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) রবিউল হাসান, ডাঃ রমজান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম রোকন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর