ভারতে পাচার ১৪ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, টোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর) | 2023-09-01 20:36:56

কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদোশি যুবককে ট্রাভেল পারিমিট প্রক্রিয়ায় বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের সদস্যরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন—সেলিম (২৫), লিটন (৩২), মমিন (৩৫), ইব্রাহিম (৩২), রবিউল ইসলাম (২৫), ফজলুল করিম (৩৫), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার হোসেন (২৯), রশিদ (৩৮), রনি মিয়া (২৮), বাসার (৩৭), শরিফুল (২৫), সবুজ মিয়া (৩৭) ও আব্দুল রশিদ (৩৪)।

এদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ি ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর আগে অভাবের তাড়নায় কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে আটক হন। পরে ভারতের তামিলনাড়ুর সেন্ট্রাল কারাগারে থাকার পর আজ তারা ট্রাভেল পারমিটে বাংলাদেশে ফেরত আসেন।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লতিফ হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়া শেষে পরিবার অথবা কোন এনজিও সংস্থ্যার হাতে তুলে দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর