বনফুল ও টোকিও ফুডের জরিমানা

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট , বার্তাটোয়েন্টিফোর. কম, ঢাকা | 2023-08-27 23:03:35

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে বনফুল এন্ড কোং ও টোকিও ফুড কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টোকিও ফুড কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাবার তৈরির পরিবেশ স্যাঁতস্যাঁতে ও নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফ্রিজে নষ্ট ও পঁচা খাবার সংরক্ষণ করে রাখা হয়েছে 

 

অপরদিকে, নোয়াখালী জেলা শহরে স্থাপিত গণপূর্ত ভবনের বিপরীত পার্শ্বে বনফুল এন্ড কোং-এ অভিযান চালিয়ে দেখা যায়- পণ্যের গায়ে মূল্য লেখা নেই, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিপণনের উদ্দেশ্যে প্রদর্শন, ফ্রিজে কাঁচাপাকা খাবারের মিশ্রণ, কিচেনে স্যাঁতস্যাঁতে ফ্লোর, বর্জ্য নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কারখানায় স্যাঁতস্যাঁতে পরিবেশে খাবার সংরক্ষণ করতে দেখা যায়। 

 

অভিযানে নোয়াখালীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সুধারাম মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর