'ধর্ষণ বন্ধে কঠোর আইন প্রণয়ন করছে সরকার'

চট্টগ্রাম, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম | 2023-08-29 20:27:44

দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বেশ কয়েকটি ঘটনার ধারাবাহিকতায় ধর্ষণ বন্ধে সরকার কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানালেন চট্টগ্রামের সীতাকুণ্ড আসনের সাংসদ দিদারুল আলম।

তিনি বলেন, মাদকের বিস্তৃতির প্রভাব প্রশমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ধর্ষণ বন্ধে সরকার আরও কঠোর আইন প্রণয়ন করছে। যার ফলে কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না।

শনিবার (১৩ জুলাই) উপজেলার পুরাতন টি ডি রোডে সীতাকুণ্ড প্রেসক্লাব আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ দিদারুল আলম এসব কথা বলেন।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মিলন্টন রায়, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সম্পা রানী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, খুন, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে আগে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। অপরাধ কোথাও সংগঠিত হতে দেখলে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে অবহিত করতে হবে। একইসঙ্গে এমন নির্যাতন বন্ধে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন মানববন্ধনে সভাপতিত্ব করেন। এতে উপজেলার বিভিন্ন ব্যবসায়ীক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর