বিপদসীমার ওপরে কুশিয়ারা-খোয়াইর পানি, আরও বাড়বে

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ | 2023-08-20 07:41:45

দু’দিনের ভারী বর্ষণের ফলে হবিগঞ্জে কুশিয়ারা ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি হবিগঞ্জ অংশে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং খোয়াই নদীর পানি হবিগঞ্জ অংশে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা।

এদিকে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ উপচে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া হুমকিতে রয়েছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র ‘বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট’। ইতোমধ্যে কুশিয়ারা নদীর বাঁধ উপচে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের আশপাশের এলাকায় পানি প্রবেশ করেছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ‘কুশিয়ারা ডাইক’। সেখানে ভাঙন ঠেকাতে ও পানি প্রবেশ বন্ধ করতে বালির বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। কুশিয়ারা ডাইক ভেঙে গেলে প্লাবিত হবে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট।

পানি বৃদ্ধি পাওয়ার ফলে ইতোমধ্যে উপজেলার দীঘলবাক, কসবা, কুমারকাঁদা, ফাদুল্লা, রাধাপুর, জামারগাঁওসহ বেশকিছু এলাকায় পানি প্রবেশ করেছে। বাড়ি-ঘরে পানি ওঠায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। বন্যার্তদের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক হট লাইন নাম্বারে (০১৭১১০৬৯৬৫৮) যোগাযোগ করতে পারবে পানিবন্দী লোকজন।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান বলেন, ‘সময় যত যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি গ্রামে অল্প পানি প্রবেশ করেছে। আমরা বন্যার্তদের সহযোগিতায় প্রস্তুত রয়েছি। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন খোলা হয়েছে।’

হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৪৩ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ কুশিয়ারা ডাইক মেরামতের জন্য কাজ করা হচ্ছে। ভাঙন রোধে সেখানে বস্তা ফেলার কাজ চলছে।

তিনি আরও জানান, কুশিয়ারা ডাইক ভাঙলে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টে পানি প্রবেশ করতে পারে। এতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আজও পানি বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর