পঞ্চগড়ে সড়ক নির্মাণে অনিয়ম তদন্তে দুদক

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পঞ্চগড় | 2023-08-28 22:25:20

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক নির্মাণে অভিযোগের ভিত্তিতে তদন্ত অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়ন পরিষদের একটি সড়ক পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা।

সড়কটি নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজ হয়েছে, এমন অভিযোগ দুদকের হটলাইন- ১০৬ -এ ফোন করে জানান স্থানীয়রা। এর প্রেক্ষিতে সমন্বিত দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম ওই সড়কে অভিযান পরিচালনা করে।

তারা জানান, গত জুন মাসে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে দেবীগঞ্জ উপজেলাধীন চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী সড়ক নির্মাণের কাজ শেষ হয়। পর্যবেক্ষণে সড়কের বিভিন্ন স্থানে হাত দেওয়া মাত্রই পিচ উঠে যায়। নিম্ন মানের কাজের প্রমাণ পায় দুদক।

অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে সুপারিশ প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর