অপহরণকারী সন্দেহে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-26 17:23:52

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহরণকারী সন্দেহে জামাল হোসেন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক জামাল জেলার সদর উপজেলার কাজীপাড়া মহল্লার মৃত জালাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে জান্নাত (১১) নামে একটি মেয়ে তার নানা বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে যাবার জন্য একাই ট্রেনে ওঠে। বৃহস্পতিবার ভোররাতে সে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছে। এরপর জান্নাতকে স্টেশনে একা ঘোরাফেরা করতে দেখে জামাল তাকে নানাবাড়ি পৌঁছে দেয়ার কথা বলে। পথে আখাউড়ার দেবগ্রাম এলাকা ধরে তারা হেঁটে যাবার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে জামালকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

জান্নাত ঢাকার নোয়াব হাবিবুল্লা স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং আজিমপুর এলাকার টিটু মিয়ার মেয়ে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, গুজবের কারণে ছেলেটি এলাকাবাসীর হামলার শিকার হয়েছে। মেয়েটি জানিয়েছে সে নিজের ইচ্ছাতেই জামালের সঙ্গে এসেছে। জান্নাতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। জান্নাতকে অপহরণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর