বেনাপোলে ৩ স্বর্ণবারসহ আটক ১

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল(যশোর) | 2023-08-31 01:57:30

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৫৩ লাখ টাকা মূল্যের এক  কেজি ১৭০ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ নাজমুল হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৯ জুলাই) রাত ৮টায় বিজিবি কর্তৃপক্ষ একটি ম্যাসেজ দিয়ে বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেন। এর আগে দুপুর ১টায় বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা নামক স্থান থেকে বিজিবি স্বর্ণ পাচারকারীকে আটক করে। আটক পাচারকারী হলেন বেনাপোলের পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবর ছিল বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে ঐ পাচারকারী মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় তাকে ধাওয়া করে ধরা হয়। পরে তার কাছ থেকে এক কেজি ১৭০ গ্রাম ওজনের তিনটি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৫৩ লাখ টাকা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও খবর