গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে খানা-খন্দ, ভোগান্তি

গাইবান্ধা, দেশের খবর

তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-28 22:45:41

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে খানা-খন্দে বেহাল দশার সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলে অসুবিধা হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জন গুরুত্বপূর্ণ এ সড়কটির রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা মোড় চৌরাস্তা থেকে মহিমাগঞ্জ সড়কের প্রায় চার কিলোমিটার আগ পর্যন্ত এ অবস্থার সৃষ্টি হয়েছে। ওই সড়কের রাস্তার পিচ উঠে যাওয়ায় অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ, শালমারা, কোচাশহর ও শিবপুরসহ পৌরসভার একাংশের প্রায় দুই লাখ জনসাধারণের চলাচলের ভরসা এই সড়ক। গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ও শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ এবং গোবিন্দগঞ্জ পৌর কার্যালয়ে যাওয়ার রাস্তাও এটি। এছাড়াও জেলার ভারী শিল্প রংপুর চিনিকল, মহিমাগঞ্জ রেল স্টেশন ও কোচাশহর হোশিয়ারী শিল্পের কাঁচামাল বহন এবং পণ্য পরিবহনে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক।

স্থানীয়দের অভিযোগ, সড়কের খানা-খন্দের কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে আছে। কিন্তু সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করছে না। ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই এই সড়ক দিয়ে মহিমাগঞ্জ-বগুড়া রুটের বাসসহ সব যান চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'এ সড়ক দিয়ে আমাকেও দিনে দুবার যাতায়াত করতে হয়। সড়কটি জেলা পরিষদের অধিগ্রহণ করা। ফলে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে।'

গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'সড়কটি পৌরসভার এখতিয়ারে পড়ে না। তবে বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে।'

গাইবান্ধা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'সড়কটির সংস্কারের দায়িত্ব এলজিইডির। জেলা পরিষদের সমন্বয় সভায় এ সড়কটি সংস্কারের ব্যাপারে গাইবান্ধার এলজিইডির প্রতিনিধিদের তাগাদা দেওয়া হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর