রামগঞ্জে যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি কারাগারে

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়োন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-09-01 11:52:31

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ কর্মী আনিছুর রহমান আজাদকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। দুপুরে মামলার আসামি মো. মহসিনকে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, সোমবার (৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের উত্তর ভাটরা নান্দিয়ারা গ্রামে আজাদকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহিম মিয়া নামে আরও একজন আহত হন।

নিহত আজাদ ওই ইউনিয়ন যুবলীগের কর্মী ও নান্দিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রেফতার মহসিন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন টিটুকে মারধর করে মহসিন। খবর পেয়ে মহসিনের কাছে ভাগিনা টিটুকে মারধরের কারণ জানতে চায় আজাদ। এ সময় আজাদ ও মহসিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মহসিন ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহিম নামে আরও একজন আহত হন। পরে স্থানীয়রা আহত ইব্রাহীমকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'আজাদ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় মহসিনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর