৪৪ বছর ধরে প্রতিদিন রোজা রাখা সেই মা মারা গেছেন

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ | 2023-09-01 15:46:02

ছেলেকে ফিরে পেয়ে দীর্ঘ ৪৪ বছর ধরে প্রতিদিন রোজা রাখা সেই মা ভেজিরন নেছা (৭৫) মারা গেছেন।

সোমবার (৮ জুলাই) বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে ভেজিরন নেছা ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (৮ জুলাই) রাতে গ্রামের গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানা গেছে, গোপালপুর গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী ভেজিরন নেছা। ১৯৭৫ সালে বড় ছেলে শহিদুল ইসলাম ১১ বছর বয়সে হারিয়ে যান। দীর্ঘদিন সন্তানকে খুঁজে না পাওয়ায় মা ভেজিরন নেছা প্রায় পাগলের মতো হয়ে যান। তিনি মনস্থির করেন ছেলে ফিরে এলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বারো মাস রোজা রাখবেন। ওই সময় গ্রামের মসজিদ ছুঁয়ে প্রতিজ্ঞা করেন তিনি। দেড় মাস পর হঠাৎ তার হারিয়ে যাওয়া সন্তান নিজ বাড়িতে ফিরে এসে ‘মা’ বলে ডাক দেয়। তারপর থেকেই রোজা রাখা শুরু করেন মমতাময়ী ওই মা।

ভেজিরন নেছার হারিয়ে যাওয়া বড় ছেলে শহিদুল ইসলাম বলেন, ‘মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’ মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন:৪৫ বছর ধরে প্রতিদিন রোজা রাখেন এই মা!

এ সম্পর্কিত আরও খবর