বাসে নারী ইউএনওকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা | 2023-09-01 11:12:03

বাসে করে ঢাকা থেকে নিজ কর্মস্থলে ফেরার পথে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাকে উত্ত্যক্ত করায় এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ জুলাই) রাত ১১টার দিকে দুর্গাপুর থানায় এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে এ কারাদণ্ড দেয়া হয়। সোমবার (৮ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শিমুল শেখ (২৫)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারআনি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

জানা গেছে, রোববার বিকেলে ব্যক্তিগত কাজ শেষে বিআরটিসি বাসে করে নিজ কর্মস্থলে ফিরছিলেন ওই নারী ইউএনও। পথে শ্যামগঞ্জ মোড় এলাকা থেকে শিমুল নামে ওই যুবক বিআরটিসি বাসটিতে ওঠেন। এ সময় তিনি বাসে থাকা নারী ইউএনওর সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ তাকে উত্ত্যক্ত করেন।

পরে ইউএনও বাসে বসেই মোবাইল ফোনে পুলিশকে খবর দেয়। এরপর দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশ শিমুলকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানেই ইউএনও ফারজানা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিমুলকে এক মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার (৮ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর