দেশের সব পৌর এলাকায় সড়ক বাতি বন্ধ

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-25 06:32:25

মেহেরপুর : বাংলাদেশের সকল পৌরসভা এলাকায় সড়ক বাতি বন্ধ রয়েছে। সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তির একদফা দাবিতে মেহেরপুর ও গাংনী পৌরসভাসহ দেশের ৩২৭টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা থেকে সড়ক বাতি বন্ধ রেখেছেন।

মেহেরপুর জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সূত্রে জানা গেছে, পৌরসভার রাজস্ব আয় থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। পৌরসভার পর্যাপ্ত আয় না থাকায় মাসের পর মাস বেতন ভাতা বন্ধ থাকে এসব কর্মকর্তা কর্মচারীদের। তাই কোষাগার থেকে বেতন ভাতা দেওয়া হলে এ সমস্যার সমাধান হবে।

দাবি আদায়ের লক্ষ্যে সোমবার থেকে পৌরসভা কার্যালয় সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা থেকে দেশের সব পৌরসভা এলাকায় সড়ক বাতি বন্ধ রয়েছে। ফলে অন্ধকারে নিমজ্জিত দেশের সবগুলো পৌরসভা এলাকা। কেন্দ্রীয় কর্মসূচির ডাকে আগামী ১৪ জুলাই থেকে রাজধানী ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবে সারাদেশের পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

এ সম্পর্কিত আরও খবর