রাজশাহীতে নতুন আঙ্গিকে সিটি হাসপাতালের যাত্রা শুরু

রাজশাহী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-30 06:03:50

রাজশাহী : নতুন আঙ্গিকে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে রাজশাহী সিটি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে হাসপাতালের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ ফাউজুল মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ন কবির।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘শহরতলীর পূর্বাংশ কাজলা, তালাইমারি, বিনোদপুর, কাটাখালির মানুষ সিটি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকে। হাসপাতালটিতে রোগী আসলেও ভালো চিকিৎসা না নিয়ে ফিরে যাওয়ার অভিযোগ পাওয়া যেত। সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতার কারণে উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়নি।’

মেয়র বলেন, ‘আশা কথা হলো সেলট্রন হাসপাতালটির মানোন্নয়নে এগিয়ে এসেছে। তাদের সুনাম ও দক্ষতা দেখে আমরা চুক্তি করেছি। আশা করি সিটি হাসপাতাল নতুন রূপে তৃণমূলে পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। সেলট্রনকে সাবির্ক সহযোগিতার জন্য রাসিক, রামেক হাসপাতাল, পুলিশ প্রশাসন পাশে থাকবে।’

সিটি হাসপাতালে সেলট্রন স্বল্পমূল্যে আন্তর্জাতিক মানের যেসব সেবা দেবে, সেগুলো হলো—জরায়ু ক্যান্সার পরীক্ষা, থ্রিডি আল্ট্রাসোনোগ্রাম, নরমাল ও সিজারিয়ান ডেলিভারি, এপেন্ডিসাইটিস সার্জারি, ১২ চ্যানেল ইসিজি ও সার্জারি, পিত্তথলী সার্জারি, হল্টার মনিটরিং, রক্ত পরীক্ষা, হার্টের মনিটরিং, ইটিটি, ইকো, হার্নিয়া, টনসিল, সিস্ট ও এক্সরে।

এছাড়া হাসপাতালটিতে ৯টি বিভাগের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। সেগুলো হলো—গাইনী, কিডনি, দন্ত, মেডিসিন, ডায়াবেটিক, শিশু, চর্ম ও যৌন, হৃদরোগ।

এ সম্পর্কিত আরও খবর