ছাত্রীনিবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-26 01:49:40

নাটোর শহরের বড়গাছা এলাকার একটি ছাত্রীনিবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে দগ্ধ হওয়া ছাত্রী সানজিদা আক্তার (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (২ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সানজিদা খাতুন লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার সাহাবুদ্দিনের মেয়ে। সে নাটোর নবাব সিরাজ উদ–দৌলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

সানজিদার বাবা সাহাবুদ্দিন মেয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন নাটোর শহরের বড়গাছা এলাকার জ্যোতি ছাত্রীনিবাসে রান্না করার সময় কেরোসিনের স্টোভ বিস্ফোরণে নবাব সিরাজ উদ–দৌলা সরকারি কলেজের শামীমা, সানজিদা ও ফাতেমা নামে ৩ কলেজছাত্রী অগ্নিদগ্ধ হয়। এতে শামীমা ও সানজিদার শরীরের ৬০-৬৫ শতাংশ পুড়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সেখানে অবস্থার অবনতি হলে সানজিদা আক্তার এবং শামীমাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সানজিদার মৃত্যু হয়। ফাতেমাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর