সাতক্ষীরায় আঘাতপ্রাপ্ত সজারু উদ্ধার

সাতক্ষীরা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2023-08-30 06:46:23

সাতক্ষীরার শ্যামনগরে বিলুপ্তপ্রায় বন্য প্রাণী সজারুকে আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করেছেন বন অফিসের সদস্যরা।

সোমবার (১ জুলাই) সকালে সুন্দরবন সংলগ্ন আব্দুল আলীম গাজীর বাড়ির সামনে থেকে সজারুটিকে উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) জিএম রফিক আহমেদ জানান, রোববার রাতের আধারে সজারুটি চুনকুড়ি নদী পেরিয়ে লোকালয়ে মাছের ঘেরে আশ্রায় নেয়। সকালে স্থানীয় জনগণ দেখতে পেয়ে সজারুটিকে তাড়া করে। এক পর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হয় সজারুটি।

তিনি আরও জানান, খবর পেয়ে বন অফিসের সদস্যরা ঘটনাস্থল থেকে সজারুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালে চিকিৎসা করায়। বনের শ্বাসমূল, লতাপাতা, মাছ ও কাঁকড়া খেয়ে এরা জীবন ধারণ করে।

সুস্থ হলে সজারুটি সুন্দরবনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর