স্কুলের নম্বরপত্র-প্রশংসাপত্র তুলতে টাকা আদায়

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম | 2023-09-01 19:32:48

ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর ও প্রশংসাপত্র তুলতে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ফলে স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, নম্বর ও প্রশংসাপত্র তুলতে জনপ্রতি ৫২০ টাকা আদায় করা হচ্ছে। টাকা না দিলে এসব কাগজ দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, তার বাবা একজন দিনমজুর। ওই স্কুল থেকে এবছর মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) এইচএসসি ভর্তি ফরম পূরণ করতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ ৫২০ টাকা দাবি করে। কিন্তু তার কাছে টাকা কম থাকায় ফেরত আসতে হয়।

শহরের আরাপপুর এলাকার এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, 'সকালে এইচএসসি ভর্তি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে প্রশংসা ও নম্বরপত্রের জন্য তাকে ৫২০ টাকা পরিশোধ করতে হয়।'

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, 'শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে কোনো ফি লাগার কথা না। কিন্তু ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে।'

তিনি আরও বলেন, 'বোর্ড থেকে নম্বরপত্র আনা ও প্রশংসাপত্র তৈরি করতে কিছুটা খরচ হতে পারে, যা ১০০-২০০ টাকার বেশি না।'

স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাহিদা আক্তার জানান, তারা সবার কাছ থেকে টাকা নিচ্ছেন না। তবে অনেকে খুশি হয়ে কিছু টাকা দিচ্ছে।

জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব বার্তা২৪.কম-কে বলেন, 'এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। তারপরও জেলা প্রশাসকের কাছ থেকে বিষয়টি শুনে আমরা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেছি। এরপরও যদি টাকা আদায় করে থাকে তাহলে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

এ সম্পর্কিত আরও খবর