মানিকগঞ্জে ইজিবাইকের চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-09-01 15:47:39

মানিকগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ইজিবাইক চালককে মারধর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ইজিবাইক চালকেরা। 

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিজয় মেলার মাঠে গিয়ে জড়ো হয়ে ধর্মঘট পালন করেন ইজিবাইক চালকেরা।

এসময় ইজিবাইক চালকেরা বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আরিফ নামের এক ইজিবাইক চালক চাঁদা না দেওয়ায় তাকে মারধর করেন চাঁদাবাজরা। পরে দুপুরে সকল ব্যাটারি চালিত ইজিবাইক চালকেরা একত্রিত হয়ে শহরের সকল ইজিবাইক নিয়ে বিজয় মেলার মাঠে জড়ো হন। চালককে মারধরের প্রতিবাদে ও চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় তারা বলেন, মানিকগঞ্জ শহরের ৫টি জায়গায় প্রতিদিন নামে বেনামে ২০ টাকা করে শতাধিক টাকা চাঁদা দিতে হয় তাদের। চাঁদা না দিলেই গাড়ি বন্ধ করে রাখে এবং চালককে মারধর করে। এ বিষয় থেকে মুক্তি চায় তারা।

এ বিষয়ে মানিকগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম বার্তা২৪.কম’কে জানান, ইজিবাইক চালকদের যাতে কোনো প্রকার চাঁদা দিতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর