‘গরমে যেন পুরো শরীর ঝলসে যাচ্ছে’

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-08-30 21:45:06

নাম আব্দুল মান্নান। বয়স ৫০ বছর। প্রখর রোদের মধ্যে রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীর অপেক্ষায়। কিন্তু তীব্র গরমের কারণে যাত্রীর দেখা নাই। তবুও যাত্রীর জন্য অপেক্ষা করছেন আব্দুল মান্নান। কারণ রিকশা না চালালে তার সংসারে তিনবেলা খাবার জোটে না।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে বার্তা২৪.কমের সঙ্গে কথা হয় আব্দুল মান্নানের।

তিনি বলেন, ‘ভাই আমি গরিব মানুষ। রিকশা চালিয়ে সংসার চালাই। তাই প্রখর রোদ সহ্য করেও যাত্রীর জন্য অপেক্ষা করছি। কিন্তু তীব্র গরমের কারণে যাত্রীর দেখা নাই।’

শুধু আব্দুল মান্নানই নয়, তার মতো আরও অনেক রিকশা চালককে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

মূলত গত কয়েকদিনের ভ্যাপসা গরমে ঠাকুরগাঁও জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোথাও একটু বাতাসের দেখা নেই, বৃষ্টি নেই।

সূর্যের প্রখর উত্তাপে সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা। সেই সঙ্গে বিপদের মুখে পড়েছে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও। রোদের তেজে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না।

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা পায়েল বলেন, ‘কিছু জিনিস কিনতে বাসা থেকে বের হয়েছি। কিন্তু তীব্র গরমে যেন পুরো শরীরটা ঝলসে যাচ্ছে।’

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর