রোয়াংছড়িতে জনসংহতি সমিতির কর্মীকে হত্যা

বান্দরবান, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান | 2023-08-26 03:23:42

বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী অং সিং চিং মারমাকে (৩৮) গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত অং সিং চিং মারমা রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের থোয়াইঙ্গ্যা পাড়ার মংপ্রু থুই মারমার ছেলে।

স্থানীয়রা জানায়, ভোরে থোয়াইঙ্গ্যা পাড়া নিজবাড়ি থেকে জনসংহতি সমিতির কর্মী অং সিং চিং মারমাকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে সেনাবাহিনী-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে জনসংহতি সমিতির নেতারা এ হত্যাকাণ্ডের জন্য মগ লিবারেশন পার্টিকে দায়ী করেছে।

প্রসঙ্গত, বান্দরবানে জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্বে গত তিনমাসে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫ জন খুন হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর