টার্গেট মাদক ব্যবসায়ীরা: আইজিপি

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-25 22:40:08

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলার বিষয়েও বিশ্ব দরবারে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। কিন্তু এর মধ্যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছিল। সেই জঙ্গি দমন করা হয়েছে, এবার টার্গেট মাদক ব্যবসায়ীরা।’

সোমবার (২৪ জুন) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন মাঠে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা পুলিশ ও কমিউনিটিং পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

আইজিপি বলেন, ‘শুধু অভিযান দিয়ে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন করা সম্ভব নয়, সে জন্য আমরা বেশ কিছু কৌশল গ্রহণ করেছি। এই জন্য জনসম্পৃক্ততা করা হয়েছে। মাদক ও জঙ্গিবাদ একটি সামাজিক সমস্যা। সমাজের মানুষদের নিয়েই এটি মোকাবিলা করতে হবে। অন্যদিকে জঙ্গিবাদ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই এখন একটি বৈশ্বিক সমস্যা। একে এখন পর্যন্ত আমরা যেভাবে মোকাবিলা করে আসছি, যা পৃথিবীর কাছে মডেল।’

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদের মতো মাদকের ক্ষেত্রেও তা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছি। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, যুব সমাজ, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতা-কর্মীকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করা হচ্ছে।’

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- ঢাকা বিভাগের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুরের নতুন জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, কমিউনিটিং পুলিশের সভাপতি প্রফেসর শাহজাহান প্রমুখ।

এর আগে পুলিশ প্রধান ফরিদপুর পুলিশ লাইনে নারী পুলিশের ব্যারাক, নগরকান্দা থানা ভবন, জেলা পুলিশের চিকিৎসক ও নার্সদের ডরমেটরির উদ্বোধন করে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন।

এছাড়া অনুষ্ঠানের শেষ ভাগে ৮৩ জন মাদক ব্যবসায়ী তাদের অবৈধ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনযাপনের সিদ্ধান্ত নিয়ে সভায় উপস্থিত হন। এদের মধ্যে ১৫ জন পুরুষকে একটি করে ভ্যান ও ৮ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর