কুমারখালীতে উদ্ধার সেই কচ্ছপটি গড়াই নদীতে অবমুক্ত

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-26 07:51:10

কুষ্টিয়ার কুমারখালী বাজারে থেকে উদ্ধার হওয়া অর্ধশত বছরের বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির কচ্ছপটিকে গড়াই নদীতে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিক ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমানের উপস্থিতিতে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিক বার্তা২৪.কমকে বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির কচ্ছপ। এই প্রজাতির কচ্ছপ এর চেয়ে দ্বিগুণ বড় হয়। তবে এখন আর এর দেখা মেলে না।

শনিবার সকালে কয়েকজন পুলিশ সদস্য কুমারখালী বাজারে কেনাকাটা করতে গিয়ে দেখেন এক ব্যক্তি একটি বস্তা রেখে দৌড়ে পালিয়ে যান। পরে সময়ে বস্তার ভিতর থাকা বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান জানান, উদ্ধারের পর কচ্ছপটিকে থানার চৌবাচ্চাতে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার উপস্থিতিতে গড়াই নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর