বিএনপি জোট দেশে জঙ্গিবাদের উত্থান করেছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-13 09:56:00

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার দেশে জঙ্গিবাদের উত্থান করে দিয়ে গেছে। তাদের সরকার পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিদুৎ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।’

শনিবার (২২ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে দুই দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিএনপি জোট সরকারের আমলে দেশের স্বাস্থ্যসেবার মান একেবারে ছিল না। কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের স্বাস্থ্য খাতের আমুল পরিবর্তন করে করে স্বাস্থ্যসেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিয়েছে। এই ধারা অব্যাহত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। জাতিকে শিক্ষিত করার পাশাপাশি জাতির স্বাস্থ্য সেবাও নিশ্চিত করতে হবে। এজন্য সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।’

এ সময় মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

দুই দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে স্বাস্থ্য অধিদফতর ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউিট। মোট পাঁচ হাজার রোগী দেখে তাদের মধ্য থেকে ৫০০ রোগীর ছানি অপারেশনসহ তাদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর