নরসিংদীতে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নরসিংদী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2023-08-24 20:49:48

নরসিংদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মালেক (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকালে নরসিংদী পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া (রাঙ্গামাটিয়া) এলাকার ডা: মোমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মালেক রায়পুরা উপজেলার চর-আড়ালিয়া ইউনিয়নের বটতলী গ্রামের মোতালেব মিয়ার পুত্র। মালেক তিন সন্তান ও স্ত্রী নিয়ে নরসিংদী শহরের বিলাসদী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মালেক বেশকিছু দিন ধরে শহরের পশ্চিমকান্দা পাড়া (রাঙ্গামাটিয়া) এলাকার ডা: মোমিনুল ইসলামের নতুন বাড়ি নির্মাণের কাজে নির্মাণ শ্রমিকের কাজ করে আসছিলেন। শুক্রবার বিকাল ৪টার দিকে সামান্য বৃষ্টির পর লোহার রডের কাজ করছিলেন। হঠাৎ একটি রড টান দিলে সেটি অস্থায়ীয়ভাবে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে গিয়ে লাগে। সাথে সাথে লোহার রড বিদ্যুতায়িত হয়ে যায়।

এ সময় মালেক মাটিতে লুটিয়ে পড়েন। বিদ্যুৎপৃষ্ট হয়ে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে। পরে তার সাথে থাকা অন্য শ্রমিকরা এলাকাবাসীর সহায়তায় মালেকের লাশ পাশের রাঙ্গামাটিয়াস্থ ২নং পানির ট্যাংকের নিচে রাখেন। পরে এলাকাবাসী নরসিংদী সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশ হাসপাতালের মর্গে পাঠায়।

এ সম্পর্কিত আরও খবর