মানিকগঞ্জে ফসলি জমির মাটি বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-21 11:13:40

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকার তিন ফসলি জমি থেকে মাটি বিক্রির দায়ে মোজ্জামেল হক (২৫) নাম এক যুবককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেলে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান ওই রায়টি দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার নুরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার হামিদুর রহমান বার্তা২৪.কম-কে জানান, দীর্ঘদিন ধরে তিন ফসলি জমির মাটি কিনে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন মোজ্জামেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুরে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর