সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-25 03:21:28

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

দুদকের দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার আদালতে হাজির হন। এ সময় তার পক্ষে আইনজীবী হেলালুর রহমান ও আল মাহমুদ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) বার্তা২৪.কমকে বলেন, বগুড়ার সান্তাহারে পাট মন্ত্রণালয়ের ৬৩ লাখ টাকা মূল্যের জমি টেন্ডার ছাড়াই ২৩ লাখ টাকায় বিক্রি করা হয়। এ ঘটনায় অনুসন্ধান শেষে দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম ২০১৭ সালের ১৭ আগস্ট বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় দুদক তদন্ত করে লতিফ সিদ্দিকীর নামে আদালতে চার্জশিট দাখিল করেছেন।

এ সম্পর্কিত আরও খবর