ঝিনাইদহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ | 2023-08-25 20:54:05

ঝিনাইদহ সদরে হত্যা মামলার পলাতক আসামি গনেশকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এম. জি. আযম এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ২০১২ সালের ২৫ জুন বিকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের হাবিবুর রহমানের একটি খাবারের দোকানে মাজেদুল ইসলাম নামের এক কর্মচারী কাজ করছিলেন। সেসময় আসামি গনেশ পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা গোলাম মোস্তফা বাদী হয়ে গনেশকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারক দীর্ঘ শুনানি শেষে পলাতক আসামি গনেশকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নিহত মাজেদুল ইসলাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীখোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আসামি গনেশ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামের মৃত নরেন সরদারের ছেলে।

 

 

এ সম্পর্কিত আরও খবর