শিবগঞ্জ সরকারি হাসপাতালে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-14 21:14:59

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ করেছে সরকারি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, সোমবার (১৭ জুন) সড়ক দুর্ঘটনায় আহত হন একই স্কুলের সাবেক শিক্ষার্থী সান ও আল আমিন। তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু চিকিৎসা না দিয়েই তাদেরকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন। পরে রাজশাহী যাওয়ার পথেই সানের মৃত্যু হয়।

শিক্ষার্থীদের দাবি, হাসপাতালের অব্যবস্থাপনার খবরে তারা এক সপ্তাহ ধরে তথ্য সংগ্রহ করছেন। সেখানে চিকিৎসকদের অবহেলা, ঔষধ সঙ্কট, অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া আদায়, টয়লেট নোংরা, জেনারেটর নষ্টসহ বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে পান।

অনিয়ম দূর করতে ও সেবার মান বাড়াতে তারা বিক্ষোভ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আক্তার হোসেনের কাছে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। তিনি শিক্ষার্থীদের অভিযোগগুলো আমলে নিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ সম্পর্কিত আরও খবর