সুন্দরগঞ্জে জমে উঠেছে ভোটের প্রচারণা

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-28 11:11:59

আর মাত্র একদিন বাদেই অনুষ্ঠিত হবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পঞ্চম ধাপের তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন ১১১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ ভোটগ্রহণ।

তিনটি পদের বিপরীতে ইতোমধ্যে ১৪ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। প্রায় সাড়ে তিন লাখ ভোটারের পেছনে বিরামহীনভাবে দাপিয়ে বেড়াচ্ছেন তারা। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে চার প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম সরকার লেবু, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে আহসান হাবীব সরকার খোকন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে খয়বর হোসেন সরকার মওলা ও মোটরসাইকেল প্রতীকে গোলাম আহসান হাবীব মাসুদ।

চলছে প্রচারণা/ ছবি: বার্তা২৪.কম

 

এদিকে নির্বাচনের শেষ সময়ে এসে এ প্রার্থীরা ভোরের সূর্য উঠার সাথেই নেমে পড়ছেন মাঠে। তারা নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের সামনে। ফলে কদর বেড়েছে ভোটারদের। সেই সাথে নতুন ভোটাররা যেন সোনার হরিণ। সবমিলে ভোটের মাঠ এখন সরব হয়ে উঠেছে।

অপরদিকে সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট হবে, কি হবে না, এ নিয়ে নানা সংশয় রয়েছে ভোটারদের মাঝে। সেই সাথে কে হারবেন, কে জিতবেন এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। কী হলে কী হবে, সে নিয়েও চলছে আলোচনা।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৫ হাজার ৩৪১ ও মহিলা ভোটার এক লাখ ৭৩ হাজার ৮৭৭ জন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোলেমান আলী বার্তা২৪.কম-কে বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ধরে রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর