ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-24 04:04:00

বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার তালশহর রেলস্টেশনের পশ্চিম পাশে বড়তল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল, ওই এলাকার মুরশিদ মিয়ার ছেলে সুজন (১৪) ও রিফাত (১৩)। নিহত দুই ভাই ঢাকার মালিটোলা এলাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করতেন।

নিহতের চাচাত ভাই মো. হেলাল মিয়া জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে সুজন ও রিফাত। শনিবার বিকেলে বাড়ির পাশে রেললাইনের উত্তর পাশের একটি মাঠে ফুটবল খেলতে যায় তারা। এরই মধ্যে একটি লাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ও অপর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি একই সময়ে চলে আসে। সুজন ও রিফাত মালবাহী ট্রেনটি দেখতে পেয়ে অপর লাইনে চলে যায়। এ সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুজন। পরে পরিবারের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।

বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক।

এ সম্পর্কিত আরও খবর