হবিগঞ্জে শতাধিক মোটরসাইকেল আটক

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-25 18:09:58

হবিগঞ্জ শহরে কাগজ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে অন্তত শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) অভিযানে এগুলো আটক করা হয়। তবে এখনও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি মোটরসাইকেল চালকরা শহরে বেপরোয়া হয়ে উঠেছে। দিন-দুপুরে বৈধ-অবৈধ মোটরসাইকেল নিয়ে যুবকরা শহরে বেপরোয়াভাবে চলাচল করে। এছাড়া প্রায় সময়ই স্কুল কলেজের কম বয়সী শিক্ষার্থীরাও মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। তাই মাসব্যাপী অবৈধ ও কাগজপত্রবিহীন সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ।

লাইসেন্স ও কাগজপত্র চেক করছে পুলিশ, ছবি: বার্তা২৪

 

শনিবার সকালে সদর থানার মোড়, কোর্ট স্টেশন পয়েন্ট, কলেজ রোড, চৌধুরী বাজার, বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় অন্তত শতাধিক মোটরসাইকেল আটক করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান- কাগজপত্র ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মাসব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর