বরগুনায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 23:23:52

বরগুনার তালতলীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০০ জন অজ্ঞাতকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। বুধবার (১২ জুন) রাত ১২টায় এ মামলা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিদ্রারচর স্লুইজ এলাকায় নৌকার সর্মথক ও স্বতন্ত্র প্রার্থী সর্মথকদের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।

ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে নির্বাচনী মোবাইল কোর্ট পরিচালক ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে, নৌকার সর্মথকরা ম্যাজিস্ট্রেটের গাড়ির গতিরোধ করে।

পরে তার গাড়িসহ আহতদের বহন করা দুইটি গাড়ি ভাঙচুর করে নৌকার সর্মথকরা। গাড়ি ভাঙচুরের ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারী বাদী হয়ে তালতলী থানায় ২০০ জন অজ্ঞাতনামার নামে মামলা করেন।

মোবাইল কোর্ট পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আহতদের ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য নিয়ে আসার পথে গতকাল রাতে আমার গাড়ি গতিরোধ করে নৌকার সমর্থকেরা। পরে আমার বহরে থাকা স্বতন্ত্র প্রার্থীর গাড়িসহ আমার গাড়ি ভাঙচুর করে তারা। সরকারি কাজে বাধা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

তালতলী থানার ওসি আরিফ বলেন, ‘সরকারি গাড়ি ভাঙচুরের বিষয় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতাদের জন্য চেষ্ট চলছে।’

এ সম্পর্কিত আরও খবর