নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে শিশুসহ আহত ৮

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-09-01 12:56:32

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে কংক্রিটের পলেস্তারার একটি বড় অংশ খসে পড়ে অন্তত আট শিশু আহত হয়েছে। তবে শিশুদের কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১২ জুন) ভোর ৬টা ২০মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনায় ভয়ে হাসপাতাল ছাড়ছেন রোগীরা। অন্যদিকে বড় দুর্ঘটনার আশঙ্কা রোগীদের মধ্যে বিরাজ করছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিলউল্যাহ বলেন, ‘জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে আট শিশুসহ ৮জন আহত হন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। রোগীদের শিশু ওয়ার্ড থেকে সরিয়ে নেয়া হয়েছে।’

তিন বছর আগে শিশু ওয়ার্ডসহ আরও তিনটি ভবনকে গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করে। এর আগে ২০১৮ সালের ১২ জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলার একটি ওয়ার্ডের ছাদ ধসে দুই নার্স আহত হয়েছিলেন।

ছাদের পলেস্তারা খসে পড়ার জন্য ভবনটির জরাজীর্ণ অবস্থাকে দায়ী করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ফরিদউদ্দীন আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর