এমপি লিটন হত্যায় কাদের খানের যাবজ্জীবন

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-24 16:12:34

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় কর্নেল (অব.) আব্দুল কাদের খানকে একটি ধারায় যাবজ্জীবন ও অন্য একটি ধারায় ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। আব্দুল কাদের খান জাতীয় পার্টির সাবেক এমপি। তিনি এ হত্যা মামলার প্রধান আসামি।

এর আগে ৩০ মে রায় ঘোষণার জন্য মঙ্গলবারের দিন নির্ধারণ করেছিলেন আদালত।

উল্লেখ্য, গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি সুন্দরগঞ্জের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ২০১৭ সালের ১ জানুয়ারি নিহতের বড় বোন ফাহমিদা কাকুলি বুলবুল সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত পিস্তল উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সুন্দরগঞ্জ থানায় আরেকটি মামলা করে পুলিশ। হত্যা মামলায় প্রধান অভিযুক্ত কাদের খানসহ চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর