মানিকগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ড্রেজার ধ্বংস

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-26 01:02:40

মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ বাজার এলাকার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন সেটি ধ্বংস করেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার জাকির হোসেন বার্তা২৪.কমকে জানান, উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ এলাকায় পুরাতন একটি বাজারসহ সরকারি-বেসরকারি কিছু প্রতিষ্ঠান রয়েছে। যমুনা নদীর জাফরগঞ্জ এলাকার ওই অংশে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এতে ওই এলাকা হুমকির মধ্যে রয়েছে।

‘অভিযানে ড্রেজার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে নদীতে সচল থাকা ওই ড্রেজারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেই সাথে ড্রেজারের সাথে সংযুক্ত প্রায় ৫০০ ফিট পাইপও ধ্বংস করা হয়।’

পুড়িয়ে দেওয়া ড্রেজার মালিকের নাম ঠিকানা জানার প্রক্রিয়া চলছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর