আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত, আহত ৫

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-10 09:08:49

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন আলী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত আরো ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

সোমবার (১০ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন আলী ওই গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোবর্ধন আমতলা গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দিতে কাজ শুরু করেছেন পল্লি বিদ্যুৎ সমিতির শ্রমিকরা। তাদের কাজ দেখতে ওই এলাকার নারী-পুরুষ সবাই ভিড় জমান। এ সময় তাদের সঙ্গে থাকা শিশুরা মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার নিয়ে খেলছিল। মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎ চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ইয়াসিন আলী নামে এক শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া অন্য পাঁচজনের অবস্থা আশংকাজনক হলে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। অন্যদিকে বিক্ষুব্ধ জনতা পল্লি বিদ্যুতের ৩ কর্মচারীকে আটক রেখেছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, ইয়াসিন আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে আটক পল্লি বিদ্যুতের ৩ কর্মীকে উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে, ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর