পটুয়াখালীতে ড্রেনে আবর্জনা, বর্ষায় ভোগান্তির শঙ্কা

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-28 04:31:26

পটুয়াখালী শহরের ড্রেনগুলোতে পলিথিন এবং প্লাস্টিক বর্জ্যসহ ময়লা-আবর্জনা ফেলায় বর্ষায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে বর্ষায় সড়ক ডুবে যাওয়ার আশঙ্কা করছেন পৌরবাসী। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। অনেকে ড্রেন পরিষ্কারে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পটুয়াখালী শহরের বাসিন্দা জসিম উদ্দিন তার ফেসবুকে তিনটি ছবি দিয়ে লিখেছেন, 'পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার পানি নিষ্কাশেনের একমাত্র ড্রেনটি বর্তমানে ডাস্টবিনে পরিণত হয়েছে। মেয়র ও ৪নং ওর্য়াডের সম্মানিত কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করছি।’

একই পোস্টে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট কাজল বরন দাস মন্তব্য করে লিখেন, ‘আজ একটু আগে আমি এলাকার মুরব্বিদের নিয়ে দেখে এসেছি এবং মেয়রের সঙ্গে তাদের ফোনে কথা বলিয়ে দিয়েছি। ধন্যবাদ এমন ম্যাসেজ জানানোর জন্য।’

এ বিষয়ে পটুয়াখালী পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ বার্তা২৪.কমকে বলেন, ‘অনেকেই ড্রেনে ময়লা আবর্জনা ফেলছে। কেউ কেউ আবার ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে। ফলে অধিকাংশ ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না। তবে ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতে অচিরেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

একই সঙ্গে ড্রেনে ময়লা আবর্জনা না ফেলার জন্য পৌর নাগরিকদের সহযোগিতাও প্রত্যাশা করেন মেয়র।

এ সম্পর্কিত আরও খবর