পীরগঞ্জে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ মাদক বিক্রেতা নিহত

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-09-01 17:54:39

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুল ইসলাম বাবুল নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদ উজ জামান বার্তা২৪.কমকে জানান, মঙ্গলবার (৫ জুন) ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১০৫ ফেনসিডিলসহ মনিরুল ইসলাম বাবুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে ফকিরগঞ্জ বাজার সংলগ্ন ফাঁকা স্থানে অভিযানে যায় বিজিবি। এ সময় সেখানে ওত পেতে থাকা বাবুলের সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে পালিয়ে যান। এদিকে, দু’পক্ষের গুলি বিনিময়ের সময় পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবুল। তবে কোন পক্ষের গুলিতে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো জানান, বাবুলের মরদেহ উদ্ধার করে পীরগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর