ঈদের নতুন পোশাক পেলো কারাবন্দীরা

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 13:28:31

কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগারের কয়েদি ও হাজতি মহিলা মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে কারাগারে বন্দী ৩০ জন মহিলা ও মায়েদের সাথে থাকা ৩ জন শিশুদের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট এস এম জামালের প্রচেষ্টায় কুষ্টিয়ায় নারীদের নিয়ে কাজ করা জয়িতা মৌবন এর স্বত্বাধিকারী সাফিনা আনজুম জনির উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করা হয়।

বন্দীদের মাঝে বস্ত্র বিতরণের সময় জেল সুপার মোঃ জাকের হোসেন বলেন, 'ঈদের দিনে সবাই নতুন পোশাক পরলেও বন্দীরা এ সুযোগ থেকে অনেক সময় বঞ্চিত হয়ে থাকে। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। অথচ বন্দীরা সেই আনন্দ থেকে বঞ্চিত।'

বন্দী নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'জয়িতা সাফিনা আনজুম জনির মহতি উদ্যোগে এই পোশাক কিছুটা হলেও আপনাদের আনন্দ দেবে।'

জয়িতা সাফিনা আনজুম জনি বলেন, 'কারাগারের ভেতরে যারা থাকে তারা অনেক অসহায়। এদের আনন্দটুকু থেকেও তারা বঞ্চিত হচ্ছিল। তাদের জন্য নতুন পোশাক দিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চাই।'

কারাগারে বন্দীদের  উদ্দেশ্যে তিনি বলেন, 'আজ আপনারা পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করছেন। এতে আপনাদের মনের মধ্যে যে দুঃখ কাজ করছে তাতে আমরাও দুঃখিত। আপনারা সংশোধিত হয়ে নতুন ও সুন্দর একটি জীবন গড়ে তুলবেন, এটা আমাদের প্রত্যাশা।'

এ সময় কারাগারের জেল সুপার মোঃ জাকের হোসেন, শিশির বেকারের পরিচালক তানভির শিশির, সাংবাদিক এস এম জামালসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহসিনা নামের এক কয়েদি ঈদের জন্য নতুন শাড়ি পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বার্তা২৪.কমকে বলেন, 'ঈদের দিনে নতুন পোশাক পরতে পারবো এমন কখনো ভাবতেই পারিনি। একটা ষড়যন্ত্রের মামলায় তিনি দীর্ঘ ছয় মাস ধরে কারাবন্দী অবস্থায় আছেন। অথচ আগামীকাল ঈদুল ফিতর।

তিনি বলেন, 'এই ঈদে অনেক আয়োজন থাকলেও আমরা কারাগারের মধ্যে ছিলাম ঈদের আনন্দ থেকে বঞ্চিত। নতুন শাড়ি পরে খুব ভালো লাগছে। আগামীকাল আমরা সবাই নতুন শাড়ি পড়ে ঈদের আনন্দ করবো।'

এ সম্পর্কিত আরও খবর