৩ কেজি স্বর্ণালংকারসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজার, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:16:47

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩ কেজি চোরাই স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা সহ  ৩ রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে থানা পুলিশ বালুখালী ক্যাম্পে অভিযান পরিচালনা করে।

এ সময় চোরাই স্বর্ণ বেচাবিক্রির সময় বালুখালী ৯ নং ক্যাম্পের সি ব্লকের মৃত নুর আহামদের ছেলে আজিজ (১৮), সি-১৩ ব্লকের ইলিয়াছের ছেলে নুরুল হাসেম (২৮) ও সি-৭ ব্লকের আবুল কাসেম (২২) নামের ৩ রোহিঙ্গাকে আটক করে।

তাদের কাছ থেকে ৩ কেজি চোরাই স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার ও এস আই প্রভাত কর্মকার।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল, দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে চোরাই পথে স্বর্ণ এনে ক্যাম্প ভিত্তিক সিন্ডিকেটগুলো চোরাই স্বর্ন বানিজ্য চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই বড় চালানটি উদ্ধার করা হয়। এ অভিযান চলমান থাকবে।'

এ সম্পর্কিত আরও খবর